বিজ্ঞাপন

‘খুনিকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র আবার মানবতার কথা বলে’

December 18, 2021 | 6:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে আবার আইনের কথা বলে, মানবতার কথা বলে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর নাম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে ব্যক্তি মানবতা ভঙ্গ করলো, এতগুলো মানুষকে মেরে ফেললো, তাকে আশ্রয় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে রেখেছে। তারাই আবার আইন ও মানবতার কথা বলে।’

আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে শনিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের প্রতি মানুষের আস্থা আছে জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘র‌্যাবের মতো একটা প্রতিষ্ঠান নিয়ে (যুক্তরাষ্ট্রের) এরকম করা ঠিক হয়নি। এখন যাই হোক, তারা নিজেদের রিপোর্ট বের করেছে। ওনাদের কংগ্রেস অনেকটা বাধ্য করেছে এমন রিপোর্ট করতে।

বিজ্ঞাপন

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান কৃষিমন্ত্রী

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, তারা আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে তাদের অনেক আলোচনার সুযোগ আছে— আমার এটা ভালো লেগেছে। তিনি বুঝেছেন যে, আমরা এতে অসন্তুষ্ট হয়েছি।’

র‌্যাবের কারণে দেশে সন্ত্রাসী কমেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি যে— তোমরা জঙ্গিবাদ দমন করতে চাও, বৈশ্বিক মাদক কমাতে চাও, মানবপাচার বন্ধ করতে চাও; র‌্যাব এসব কাজই করছে। তারা শুদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। তোমাদের নিষেধাজ্ঞা দেশবাসী মেনে নেয়নি।’

সারাবাংলা/টিএস/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন