বিজ্ঞাপন

‘আই লাইক ইউ মামা’

December 20, 2021 | 11:42 am

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ‘আই লাইক ইউ মামা’, ‘ভেরি গুড’, ‘হাউ আর ইউ? আই ফাইন, য়ু ফাইন?`—এই বাক্যগুলো যেন টিএসসির মূল ফটকের নিরাপত্তাকর্মী শাহ আলম খোকনের একেবারে নিজস্ব বাক্য ছিল।

বিজ্ঞাপন

বাংলা-ইংরেজি মিলিয়ে শাহ আলম খোকন ঠিক এভাবেই কথা বলতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের মাঝে শাহ আলম খোকন পরিচিত ছিলেন ‘খোকন মামা’ নামে। দেখা হলেই খোকন মামা কাছে টেনে নিতেন, দুই এক বাক্য ইংরেজিতে বলতেন। কাউকে কাউকে আগ বাড়িয়ে বলতেন, ‘আপনাকে দেখি না কেন? আই লাইক ইউ মামা।’

শিক্ষার্থীদের প্রিয়মুখ শাহ আলম খোকন আর টিএসসির গেইট ধরে দাঁড়ান না। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মুখভর্তি দাড়ি আর সবসময় ঠোঁটের এককোণে এক চিলতে হাসি নিয়ে থাকা খোকন মামা।

প্রিয় খোকন মামার মৃত্যু যেন নিয়মিত টিএসসিগামী শিক্ষার্থীদের কাছে অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে খোকন মামাকে নিয়ে স্মৃতিলেখন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক হাসান নির্ঝর ফেসবুকে লিখেন, ‘দেখা হইলেই জড়ায়ে ধরতেন। বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলতেন। আমাকে দেশি দেশি করতেন। চা খাওয়াতে চাইতেন। কোথায় যাবো জানতে চাইতেন। মোটকথা, অত্যন্ত ভালোবাসতেন। এতো সরল একজন মানুষ জীবনে কম দেখেছি। …আর কখনো খুনসুটি হবে না ওনার সঙ্গে। অনন্তকালের যাত্রায় ভালো থাকুন মামা। আমরা আপনাকে ভালোবাসতাম।’

মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী লেখেন, ‘How are you? I fine, you fine? গুড—টিএসসি গেলে হাসিমাখা মুখে আর কেউ এভাবে কথা বলবে না। আমাদের সাদামাটা ভালো মনের মানুষটা। টিএসসির খোকন মামা আমাদের মাঝে আর নেই।’

দীর্ঘ ত্রিশবছর ধরে টিএসসির মূল ফটকে পরিচিত মুখ ছিলেন খোকন মামা। সাবেক-বর্তমান—কতশত শিক্ষার্থীর কাছে খোকন মামা প্রিয় হয়ে ছিলেন, আছেন—তার ইয়ত্তা নেই।

বিজ্ঞাপন

খোকন মামার কর্মস্থল টিএসসির মূল ফটকে হয়ত অন্য কোনো নিরাপত্তাকর্মী স্থলাভিষিক্ত হবেন। কিন্তু, খোকন মামা রয়ে যাবেন টিএসসিতে আনাগোনা করা সব শিক্ষার্থীর মনে। খোকন মামা শুনতে পান কি না জানি না, সাবেক-বর্তমান সব শিক্ষার্থীই যেন মনে মনে বলেন—‘উই লাইক ইউ, মামা! উই লাইক ইউ, ভেরি মাচ।’

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন