বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের জন্য উঠে গিয়েছিলেন রোনালদো

April 9, 2018 | 4:51 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রোববার (৯ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়েই। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি এসেছে পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে। কিন্তু ম্যাচের ৬৭ মিনিটে রোনালদোর বদলি খেলোয়াড় হিসেবে বেনজেমাকে মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ইনজুরি শঙ্কার গুঞ্জন উঠলেও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে মূল কারণটা জানিয়েছেন রিয়াল কোচ।

বুধবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান রিয়াল কোচ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে টানা ১০ ম্যাচে গোল পেলেন রোনালদো।। চলতি লিগে নিজের ২৩তম গোল করে ছাড়িয়ে গেছেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজকেও। তাই চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে রোনালদোকে কিছুটা বিশ্রামে রাখতে চাইলেন জিদান, ‘রোনালদো মানে রোনালদো, ওর সঙ্গে তুলনা করা যাবেনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি গোল করেছে সে। এটা মানতেই হবে, অনেকেই স্কোর করে কিন্তু ও যা করে, তা কেউ পারবে না। আমরা ইতিবাচক চিন্তা করতে পারি, রোনালদো আমাদের সঙ্গেই আছে।’

বিজ্ঞাপন

বিশ্রামে রাখতেই রোনালদোকে উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াল কোচ ‘শুধুমাত্র ওকে (রোনালদো) বিশ্রামে রাখার জন্যই এমন সিদ্ধান্ত। সামনে আমাদের অনেক প্রতিযোগিতা আছে। মাঝেমাঝে ওর তো বিশ্রামের প্রয়োজন আছে। সে প্রতিটা ম্যাচই উপভোগ করে তোলে, সেটাই দেখবেন।’

অ্যাটলেটিকোর বিপক্ষে ড্র করেও আপাতত খুশি থাকতে চাইছেন রিয়াল কোচ, ‘আমরা আরো ভালো কিছু আশা করেছিলাম। এটা ঠিক, আমাদের যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু বিপরীতও হতে পারতো।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন