বিজ্ঞাপন

মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

December 26, 2021 | 6:29 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফুল্লি রিডিইমেবল, কুপন বিয়ারিং সাব-অডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ডটির ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক হাজার টাকা। কুপন রেট হবে ৭ থেকে ৯ শতাংশ। এই বন্ড ইস্যুর মাধ্যমে মেঘনা ব্যাংক লিমিটেড অতিরিক্ত টায়ার-১১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন