বিজ্ঞাপন

বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি আজাদ, মহাসচিব হারুন

December 24, 2021 | 10:18 pm

সারাবাংলা ডেস্ক

তৃতীয়বারের মতো বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সংগঠনে মহাসচিব পদেও তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (গোয়েন্দা, ডিবি) উত্তর হারুন-অর-রশিদ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মিরপুরের বৃহত্তর ময়মনসিংহ ভবনে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে ২০২২-২৩ সালেরর জন্য নতুন নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।

২০২২-২৩ মেয়াদে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক সচিব সাজ্জাদুল হাসান (নেত্রকোনা)। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব আবদুল মান্নান (কিশোরগঞ্জ), সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান (জামালপুর), মফিজুর রহমান বাবুল, জাকির হোসেন।

পদাধিকারবলে সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন লেফটেনেন্ট জেনারেল সিনে জামালী, অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সালাউদ্দিন হুমায়ুন, সাবেক সচিব ইব্রাহিম খান, মতিউর রহমান। পরে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবসহ অন্যান্য ১৪১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে মহাসচিব হারুন অর রশিদ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এসময় তিনি গত দুই বছরের, বিশেষ করে করোনাকালীন সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সমিতির সদস্যদের প্রশিক্ষণ, বিনোদন, আর্থসামাজিক সহায়তার তুলে ধরে বলেন, আগামী দিনেও বৃহত্তর ময়মনসিংহ উন্নয়নের সমিতি ভূমিকা পালন করবে।

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন