বিজ্ঞাপন

বার্সাকে ‘গার্ড অব অনার’ দেবেন না রামোসও

April 10, 2018 | 11:19 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

লা লিগার মৌসুম শেষের আগেই নিজেদেরকে শিরোপায় এক হাত দিয়ে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিগে বাকি থাকা সাত ম্যাচের মধ্যে টানা চার ম্যাচ জিতলেই চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোর আগে শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন হলেও বার্সাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে না বলে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এবার কোচের কথায় একমত স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসও।

গত ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল। শিরোপা জয়ের আট দিন বাদে এল ক্লাসিকোতে বার্সা মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদের। ক্লাব বিশ্বকাপের ওই ট্রফির জন্যও গার্ড অব অনার পায়নি রিয়াল। বার্সার সেই নিয়ম ভাঙার জবাব ফিরিয়ে দেয়ার কথা বলেছিলেন রিয়াল কোচ জিদান।

এ প্রসঙ্গে রামোস বলেন, ‘গার্ড অব অনার না দেয়ার মানে এই নয় যে, রিয়াল তাদের (বার্সেলোনা) সম্মান করেনা। আমি সবসময় বলি কোচ যা বলবেন, আমরা তাই করবো।’

বিজ্ঞাপন

গার্ড অব অনার দিতে কোচের কথাই ওপরে রাখছেন রামোস, ‘গার্ড অব অনার বিষয়টাকে মানুষ অনেক মূল্য দিয়ে থাকেন। তবে কোচ আমাদের যা বলবেন, আমরা তার কথা সম্মানের সঙ্গেই মেনে নেবো।’

এ প্রসঙ্গে অবশ্য আগেই বলে রেখেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে, ‘গার্ড অব অনার এমন নয় যে আমি পাইনি তাই কাউকে দেবো না। এটি বাধ্যতামূলক কিছু না। দুই দলের খেলোয়াড়দের সম্মতিতেই এটা দেয়া হয়। আর এই নিয়ম কয়েকবছর আগেই ভেঙেছে।’

ক্যাম্প ন্যু’তে আগামী ৬ মে লা লিগা মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে মোকাবিলা করবে বার্সা। ওই ম্যাচের আগে লিগে আরও চারটি ম্যাচ খেলবে কাতালানরা। লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ হারলে এবং ক্লাব বার্সা টানা চার ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে মেসি-ইনিয়েস্তাদের।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন