বিজ্ঞাপন

মৌসুম শেষে অ্যাটলেটিকো ছাড়ছেন তোরেস

April 10, 2018 | 12:34 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ক্লাব ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদে। তিন ক্লাব ঘুরে ২০১৫ সালে আবারো অ্যাটলেটিকোতে যোগ দিয়েছেন স্প্যানিশ তারকা স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। তবে লা লিগার এবারের মৌসুম শেষ করেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন স্প্যানিশ এই তারকা।

রোববার লা লিগায় মাদ্রিদ ডার্বি ড্র হয়েছিল ১-১ গোলে। এই ম্যাচে মাঠে দেখা যায়নি তোরেসকে। চলতি মৌসুমে বেশকটি ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে বসে। লিভারপুল ও চেলসির সাবেক এই স্ট্রাইকার চলতি মৌসুম শেষেই অ্যাটলেটিকো ছাড়বেন বলে জানিয়েছেন, ‘অ্যাটলেটিকোতে এটাই হয়তো আমার শেষ মৌসুম। এই মৌসুমে খুব কম ম্যাচেই হয়তো আমাকে মাঠে দেখেছেন।’

ক্লাব ছাড়ার সিদ্ধান্ত যে খুব একটা সহজ ছিলনা সেটাও বললেন তোরেস, ‘অনুভূতির সঙ্গেই সমর্থকদের জানাতে হচ্ছে। এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিলনা। দ্বিতীয়বারের মতো এইস দলকে বিদায় জানানো আমার পক্ষে খুব কষ্টকর। লক্ষ্য ছিল এই ক্লাবের হয়েই বুট তুলে রাখবো। আরো দুই, তিন কিংবা পাঁচ বছর বছর খেলতে চাই।’

বিজ্ঞাপন

তোরেসের ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর অ্যাটলেটিকো জানিয়েছে, ২০ মে এইবারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে তাকে (তরেস) নিয়ে অবিস্মরণীয় এক আয়োজন হবে।

অ্যাটলেটিকো কোচ এনরিক কেরেজো অবশ্য তোরেসের সিদ্ধান্ত সহজ ভাবেই নিয়েছেন, ‘তরেস একজন কিংবদন্তি। আমরা সবসময়ই বলি, ভবিষ্যৎ নিয়ে ওর নিজের সিদ্ধান্ত থাকতেই পারে। এটা (অ্যাটলেটিকো) তার ঘর, সে এখান থেকে অন্য কোথাও ক্যারিয়ার গড়তে যেতেই পারে। আমি ওকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে বলবো, ও আমাদের অনেক কিছুই দিয়েছে।’

ক্লাব ক্যারিয়ারে তোরেসের শুরুটা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদেই। ২০০০ সাল থেকে টানা ছয় মৌসুম শেষে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন। টানা চার মৌসুমে ক্লাবটির হয়ে খেলে আরেক ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন। পাঁচ মৌসুমে চেলসির হয়ে খেলেছেন, ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতায় ক্লাবটির হয়ে অবদান রেখেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসি ছাড়ার পর এ সি মিলানে এক মৌসুম খেলে আবার ফেরেন নিজের প্রথম ক্লাব অ্যাটলেটিকোতে। দুর্দান্ত খেলেই নিজেকে বিশ্বমঞ্চে চিনিয়েছিলেন তোরেস। অ্যাটলেটিকোর হয়ে দুই স্পেলে ৩৯৩ ম্যাচে ১২৬ গোল করেছেন স্প্যানিশ এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন