বিজ্ঞাপন

‘হামলাকারী চিহ্নিত, ফুটেজ দেখে গ্রেফতার’

April 10, 2018 | 2:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হবে। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ভিসির বাসভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনার ওপর আমরা তদন্ত করছি। হামলার পর সিসিটিভি শুধু নিয়ে যায়নি এমনকি হার্ডডিস্কও নিয়ে গেছে। এরপরেও আমরা প্রত্যক্ষদর্শী অনেকের সাক্ষ্য নেওয়া হয়েছে। মিডিয়ার ফুটেজ আছে সব মিলিয়ে হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত রোববার শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর একদল দুর্বৃৃত্ত ভিসির বাসভবনে হামলা চালায়।

বিজ্ঞাপন

কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের দাবি, আন্দোলন বানচাল করতেই একটি মহল ভিসির বাসভবনে আগুন লাগিয়েছে। তারাও হামলাকারীদের শাস্তি দাবি করেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন