বিজ্ঞাপন

অস্ত্রোপচার করাতে হবে নাসিরকে

April 10, 2018 | 3:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগ জিতিয়ে ছুটিতে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন নাসির হোসেন। তা ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। যত দ্রুত সম্ভব নাসিরের পায়ে তাই অস্ত্রোপচার করাতে হবে।

মঙ্গলবার (১০ এপ্রিল) এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এ সময় তিনি জানান, ‘এমআরআই করার ফলে আমরা নিশ্চিত হতে পেরেছি নাসিরের এসিএল পুরোপুরি ছিঁড়ে গেছে। আমাদের অপারেটিভ ম্যানেজমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, কোথায় অপারেশন করালে ভালো হবে। অপারেশন সম্পন্নের পর ৬ মাসের মতো সময় লাগবে খেলায় ফিরে আসতে।’

বিজ্ঞাপন

নাসিরের অপারেশন দেশে নাকি বিদেশে হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি দেবাশীষ, ‘আমরা অপারেশনের জন্য অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখছি। দেশেও ভালো চিকিৎসা হয়। কিন্তু আমরা সাধারণত অস্ট্রেলিয়া বা থাইল্যান্ডে করার কথা বলি।’

তিনি আরও জানান, ‘অপারেশন দ্রুত করাতে পারলেই ভালো। তবে এটি ইমার্জেন্সি অপারেশন না। নাসির কয়েকদিন বিশ্রামে থাকবে। আমরা যদি বাইরে পাঠাই তাহলে ভিসা প্রসেস করতে কয়েদিন সময় তো লাগবেই।’

যে কারণে নাসিরকে চোট পেতে হয়েছে, সেটা দুশ্চিন্তা জাগাচ্ছে বেশি। ফুটবল খেলতে গিয়ে এই চোট পাওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। তিন বছর আগে ফুটবল অনুশীলনের সময়ই কাঁধে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে খুব গুরুতর কিছু হয়নি সেবার, অল্পতেই পার পেয়ে গিয়েছিলেন। বিশ্বকাপও খেলতে পেরেছিলেন।

বিজ্ঞাপন

তবে গত বছর মোস্তাফিজুর রহমানের ভাগ্য অতটা সুপ্রসন্ন ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের আগে ফুটবল খেলতে গিয়েই অ্যাঙ্কেলে চোট পান মোস্তাফিজ। ওই সিরিজে তো আর নামতেই পারেননি, বিপিএলেও রাজশাহী কিংসের হয়ে বেশির ভাগ ম্যাচেই দর্শক হয়ে ছিলেন।

তবে নাসিরের এই চোট পাওয়ার ঘটনা একটু অন্যরকম। জাতীয় বা ক্লাবের অনুশীলনে নয়, বরং ছুটিতে গিয়ে ফুটবল খেলতে গিয়েই পেয়েছেন এই চোট।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন