বিজ্ঞাপন

সেমি নিশ্চিতে মাঠে নামবে মেসিরা

April 10, 2018 | 4:25 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যু’তে ৪-১ গোলে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা। প্রথম লেগে বড় ব্যবধানে জয় তুলে ইতোমধ্যেই সেমি ফাইনালের পথে এক পা এগিয়ে মেসি-সুয়ারেজরা। মঙ্গলবার রাতে (১০ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রোমার মাঠে স্বাগতিকদের মোকাবেলা করবে কাতালানরা।

তবে ফিরতি লেগে রোমার মাঠে নিজেদের সেরাটাই দিতে নামবে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ দল হিসেবে এক ম্যাচে দুটি আত্মঘাতী গোলে প্রথম লেগে বড় ব্যবধানে হেরেছে রোমা। ওই ম্যাচে বার্সার হয়ে ১টি করে গোল করেছিলেন লুইস সুয়ারেজ আর জেরার্ড পিকে।

বিজ্ঞাপন

প্রথম লেগে বার্সা জয় পেলেও কিছুটা আক্ষেপ হয়তো রয়েই গেছে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসির। আগের ম্যাচে গোল পাননি এই আর্জেন্টাইন। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গত পাঁচ বছরে কোনো গোলের দেখা পাননি এই ফুটবল যাদুকর। ফিরতি লেগে তাই রোমার মাঠে লিটল মাস্টারের আক্ষেপ শেষ হবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

তবে ৪-১ গোলে এগিয়ে থেকে এই ম্যাচে বেশি সুবিধা নিয়েই মাঠে নামবে বার্সা। ম্যাচে ড্র করলেও সেমি নিশ্চিত হবে কাতালানদের।

মঙ্গলবার রাত ১২টা ৪৫মিনিটে বার্সেলোনা-রোমার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন