বিজ্ঞাপন

আপিল বিভাগের তিন বিচারপতির শপথ

January 9, 2022 | 12:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়ার চার বিচারপতির মধ্যে তিন জন বিচারপতি শপথ নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন–বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

বিজ্ঞাপন

সদ্য নিয়োগ পাওয়া অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি।

এর আগে শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। আজ (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নতুন চার বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হলো আট জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন