বিজ্ঞাপন

‘বিশ্বের সেরা ক্লাবের জন্য অন্যতম সেরা ক্লাব ছাড়ছি’

April 10, 2018 | 6:47 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চুক্তি হয়ে গেলেও ভিনসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ২০১৯ সালের জানুয়ারিতে। তার আগ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতেই ধারে খেলবেন। ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, ভিনসিয়াস জুনিয়র আসলে নেইমারের চেয়েও বেশি প্রতিভাবান।

এরই মধ্যে রিয়ালের প্রাণভোমরা রোনালদোসহ দলের সব খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বও গড়ে ফেলেছেন ১৭ বছরের তরুণ ভিনসিয়াস।

সবেমাত্র পেশাদার ক্যারিয়ারে পা ফেলা এই ব্রাজিল তরুণ জানালেন, ‘আমি ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ফ্লামেঙ্গো ছেড়ে চলে যাচ্ছি, বিশ্বের সেরা ক্লাবের জন্য। রিয়ালের ক্যাসেমিরো আর মার্সেলো আমাকে সেখানে খেলার সুযোগ করে দিতে বড় ভূমিকা রেখেছেন। তারা বলেছেন, আমি রিয়ালে নিজের সেরাটা বিলিয়ে দেওয়ার সুযোগ পাবো। আমি বিশ্বের অন্যতম সেরা দলটিতে খেলতে মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

এরই মধ্যে ভিনসিয়াসকে তুলনা করা হচ্ছে নেইমারের সঙ্গে। এমনকি তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘নতুন নেইমার’ খেতাব। তবে, নেইমারের সঙ্গে তুলনায় বিরক্ত ভিনসিয়াস।

এই উঠতি তরুণ তারকা জানান, ‘আমি এখনও জানি না কবে থেকে ঠিক রিয়ালের মূল একাদশে জায়গা করে নিতে পারবো। তারা আমাকে কথা দিয়েছে। যাই ঘটুক না কেন আমি তার জন্য প্রস্তুত। আমি রিয়ালের তারকাদের ম্যাচ দেখছি, তাদের অনুশীলনের পদ্ধতি দেখছি। জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর গোল দেখেছি (বাইসাইকেল কিক)। আমিও একদিন তার মতো রিয়ালের জার্সিতে এভাবে গোল করবো। আমি রিয়ালের খেলোয়াড়দের গোল উদযাপন দেখছি, আমিও একদিন তাদের সঙ্গে ওভাবে গোল উদযাপনে সামিল হবো।’

ভিনসিয়াসের সঙ্গে রিয়ালের চুক্তির অঙ্কটাও চোখ কপালে উঠার মতোই। উঠতি তারকার খ্যাতি ছড়ানোর আগেই রিয়াল তাকে কিনেছে ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে। ব্রাজিলের এই উঠতি তারকা যোগ করেন, ‘আমি আরেকজন নেইমার হতে চাই না। আমি চাই নিজের ক্যারিয়ার গড়তে এবং ব্রাজিলের সবাইকে খুশি করতে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন