বিজ্ঞাপন

নৌকা হেরে গেলেও দায় আমার কাছে আসবে না: শামীম ওসমান

January 16, 2022 | 4:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো কারণে দলীয় প্রতীক নৌকা হেরে গেলে তার দায় নিজের ওপর আসবে না বলে মনে করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “নৌকার প্রার্থী হারবে না। ‘যদি হারে’ এরকম কোনো কারণও নেই।”

বিজ্ঞাপন

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে নিজের মন্তব্য জানিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, ‘আমি প্রার্থী নয়, সবসময় নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছি। আপনারা দেখেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমি গণমাধ্যমের খবরে দেখেছি, ভোট নিয়ে প্রার্থীরা সন্তুষ্ট। কিন্তু আমার কাছে প্রার্থীদের সন্তুষ্টি নয়, জনগণের সন্তুষ্টি বড় বিষয়।’

আইভী আপনার কাছে ভোট চেয়েছেন কি না প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘তিনি ভালো করেই জানেন, আমার কাছে ভোট না চাইলে আমি জনগণের কাছে নৌকার জন্য ভোট চাইব। আইভী আমার কাছে ভোট চাননি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নৌকা প্রতীক জয়ী হলে এখানে আমার কোনো অবদান নেই। সমস্ত অবদান জনগণের। আমি শুধু আমার ভোটটি দিয়েছি। আমার কাছে একটি ছাড়া দুটো ভোট নেই।’

নির্বাচনের মাঠে যে খেলা শুরু হয়েছে, তা চলছে বলে মন্তব্য করেন শামীম ওসমান।

আইভীর বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। আমি চাইব, তাকে যেন আল্লাহ হেদায়াত দেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন