বিজ্ঞাপন

হিলি সীমান্ত থেকে ২ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

January 16, 2022 | 4:53 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে দুই মাদরাসা শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের ২৮৫/১০ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার ইয়াসিন এ খবর নিশ্চিত করেছেন।

ওই দুই শিক্ষার্থী হলেন- হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৮) ও আরমান আলীর ছেলে রিফাত হোসেন (১০)। তারা দুজনেই আলীহাট গাজি আমিনীয়া মাদ্রসার ছাত্র।

হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া বলেন,আজ সকালের দিকে ওই দুই ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন দিয়ে সীমান্তের দিকে ঘুরতে আসে। এসময় ভুল করে ওই দুই ছাত্র সীমান্তের ২৮০/১০ এস পিলার অতিক্রম করে এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্র দুইজনকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই বিএসএফের পক্ষ থেকে প্রতিউত্তর পাওয়া যাবে।

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন