বিজ্ঞাপন

‘নিঃসন্দেহে এটা একটা বেদনাদায়ক হার’

April 11, 2018 | 12:38 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রথম লেগে ৪-১ গোলের জয় আর দ্বিতীয় লেগে ৩-০ গোলের হার। অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে রোমা। আর এই ব্যর্থতা মেনে নিয়েছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে।

লা লিগায় এখনও অপরাজিত বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছিল। কিন্তু, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ছন্দ খুঁজেই পেল না কাতালানরা। দলের কোচ ভালভারদের মতে, ‘নিঃসন্দেহে এটা একটা বেদনাদায়ক হার। আমাদের সবারই জেতার ইচ্ছে ছিল, কিন্তু দিন শেষে একটি দলই জয়ী হবে।’

ইতালিয়ান জায়ান্ট রোমা নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে ৩-০ গোলে হারালে দুই লেগ মিলিয়ে ৪-৪ অ্যাগ্রিগেটে (অ্যাওয়ে গোলের সুবাদে) সেমি নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে এডিন জেকো, ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ড্যানিয়েল ডি রোসি আর ৮২ মিনিটে মানোলাসের গোলে জয় পায় রোমা।

বিজ্ঞাপন

বার্সা কোচ ভালভারদে আরও জানান, ‘এটা আমাদের জন্য একটা বাজে দিন ছিল। সত্যিটা হলো, রোমা দারুণ খেলেছে, কিন্তু আমরা পারিনি। এভাবে পরাজয় মেনে নেওয়াটা সব সময়ই কঠিন। শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিল।’

বার্সা কোচ আরও যোগ করেন, ‘রোমা গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছে। ম্যাচের পুরোটা সময় তারা খুব চাপ দিয়েছে এবং আমাদের খেলা খেলাটা কঠিন করে তুলেছে। আমরা তাদের চাপ থেকে বেরিয়ে আসতে পারিনি।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন