বিজ্ঞাপন

শাকিলের হাত ধরে বাংলাদেশের দ্বিতীয় পদক

April 11, 2018 | 1:13 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছে শাকিল আহমেদ। ছেলেদের ৫০ মিটার পিস্তলে বাংলাদেশকে রুপা পাইয়ে দিয়েছেন শাকিল। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন বাংলাদেশের আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি। এরপর থেকে পিস্তল ইভেন্ট থেকে সাফল্য না আসলেও এসএ গেমস, কমনওয়েলথ গেমসে শাকিল সাফল্য পাইয়ে দিচ্ছেন।

বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য পদক জেতেন বাংলাদেশের এই শ্যুটার। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী।

বিজ্ঞাপন

২২৭.২০ স্কোর করে এই ইভেন্টে স্বর্ণ জেতেন স্বাগতিক শ্যুটার ড্যানিয়েল রেপাকলি। ভারতের ওম মিথারভাল ২০১.১ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন