বিজ্ঞাপন

নেপালে নিহতদের পরিবারকে উত্তরাধিকার সনদ দেওয়ার নির্দেশ

April 11, 2018 | 2:43 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবাররা যাতে সহজে সাকসেশন সার্টিফিকেট (উত্তরাধিকার সনদ) নিতে পারে সে জন্য সিভিল অ্যাভিয়েশনকে নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বুধবার (১১ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে সরকারের নানা পদক্ষেপ ও তার উদ্যোগ সম্পর্কে অবহিত করে তিনি জানান, গত ৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান। সেখানে তাদের উন্নত চিকিৎসা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার এ ব্যাপারে সম্ভব সবই করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উড়োজাহাজ দুর্ঘটনার কারণ সম্পর্কিত প্রাথমিক রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না।’

মন্ত্রী বলেন, ‘নিহতদের পরিবার নূন্যতম ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবে। এ টাকা যাতে সকল নিহতের পরিবার পায় সে জন্য আমরা সহযোগিতা করে যাচ্ছি।’

ইউএস-বাংলার সিইও ইমরান আসিফ বলেন, ‘আমরা আন্তর্জাতিক বীমা সংস্থা এইচএফডব্লিউ এর সঙ্গে কাজ করছি। বীমার বিষয়টি নিষ্পত্তি করতে কাজ করছে বাংলাদেশের এফএম অ্যাসোসিয়েটস। ওয়ার্ক সো কনভেনশন অনুযায়ী আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি নিহত প্রতেকের পরিবার ৫০ হাজার মার্কিন ডলার পাওয়ার কথা।’

বিজ্ঞাপন

ইমরান আসিফ বলেন, ‘বিমানে তিন ধরনের বীমা আছে। এয়ার ক্রাফট বীমা, প্যাসেঞ্জার বীমা ও থার্ড পার্টি বীমা। আমরা প্যাসেঞ্জার বীমা না পাওয়া পর্যন্ত এয়ার ক্রাফট বীমা নেব না।’

সংবাদ সম্মেলনে  বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচএ/জেএ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন