বিজ্ঞাপন

ভ্যাকসিন সনদ ছাড়া খাবার বিক্রি, ৬ রেস্তোরাঁকে জরিমানা

January 23, 2022 | 5:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভ্যাকসিনের সনদ না দেখে গ্রাহকদের কাছে খাবার পরিবেশন করায় ছয়টি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে নগরীর নাসিরাবাদের সুলতান ডাইনকে ১০ হাজার, তেরাকোটা, হোয়াইট বেবি ও ক্রেবকে ৫ হাজার টাকা করে এবং লালদিঘীর পাড়ে নিউ মালঞ্চ ও পড়শী রেস্তোঁরাকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করার উদ্দেশে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

বিজ্ঞাপন

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর আন্দরকিল্লা ও লালদিঘীর পাড় এলাকায় ফুটপাত দখলে রেখে ব্যবসা করায় ছয় ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন