বিজ্ঞাপন

সরকারের ৫ সচিব পদে রদবদল

April 11, 2018 | 2:32 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকারের পাঁচ জন সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার (১১ এপ্রিল) একটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।

এতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আবু হেনা মো. রাহমাতুল মুনিম। তিনি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম গোলাম ফারুক। এর আগে তিনি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে।

বিজ্ঞাপন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিল্লার রহমান।

অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব  মোহাম্মদ আলমগীর।

এছাড়া  সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তামজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বুধবার দুপুরে প্রকাশ করা হয়।

সারাবাংলা/এইচএ/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন