বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিয়ে কষ্ট ভুলতে চায় জিম্বাবুয়ে

April 11, 2018 | 2:22 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কষ্টটা এবার কিছুটা হলেও কমবে জিম্বাবুয়ের। পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

জুলাইয়ে হবে এই ত্রিদেশীয় সিরিজটি। এরপর পাকিস্তানের বিপক্ষে একটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে, সফরকারী দুই দলের বিপক্ষে কোনো টেস্ট খেলবে না জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ১ জুলাই মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তান। পরদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ৩ জুলাই খেলবে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। ৪ জুলাই পাকিস্তান-জিম্বাবুয়ে। ৫ জুলাই অস্ট্রেলিয়া-পাকিস্তান। আর ৬ জুলাই অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। ৮ জুলাই রোববার হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এরপর পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৩, ১৬, ১৮, ২০ ও ২২ জুলাই।

বিজ্ঞাপন

জিম্বাবুয়েতেই বসেছিল ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব। এই প্রতিযোগিতা থেকে সেরা দুই দল আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি যোগ দেবে ইংল্যান্ডের বিশ্বকাপে। হতাশা ভুলে ঘরের মাঠে এবার বড় পরীক্ষায় নামতে যাচ্ছে জিম্বাবুয়ে।

ঘরের মাঠে টেস্ট আয়োজন ব্যয়সাপেক্ষ হওয়ায় আপাতত এই ফরমেট থেকে নিজেদের গুটিয়েই রাখছে জিম্বাবুয়ে। ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি এবং পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল জিম্বাবুয়ের। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলার পর আর টেস্ট সিরিজ আয়োজন করছে না জিম্বাবুয়ে।

বিশ্বকাপে যেতে না পারার হতাশা ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে তাই গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন ক্রিকেটার-টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় ও ওয়ানডে সিরিজের বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন জানান, ‘কয়েক মাসের আলাপ-আলোচনা শেষে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে বুলাওয়ে ও কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য লিটমাস টেস্ট, যেহেতু আমরা শক্তিশালী একটি জিম্বাবুয়ে দল গড়তে যাচ্ছি।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন