বিজ্ঞাপন

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়া হবে: মিয়ানমারের মন্ত্রী

April 11, 2018 | 3:10 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কক্সবাজার: রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড.উইন মিয়ায়ে।

তিনি বুধবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এ কথা জানান।

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বেলা ১১টার কিছু পর কুতুপালং ক্যাম্পে পৌঁছান মন্ত্রী ড. উইন মিয়ায়ে। সেখানে প্রথমে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পরে ডি-৫ ব্লকের ইউএনএইচসিআর কার্যালয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিজ্ঞাপন

পরে মন্ত্রী উইন মিয়ায়ে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ মর্যাদা ও অধিকার বিষয়ে মিয়ানমার সচেষ্ট থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে মন্ত্রী ড. উইন মিয়ায়ে সীমান্তের জিরো পয়েন্টে যাওয়ার কথা থাকলেও যাননি। মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেন তিনি ।

গত ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাদের দেখতে এই প্রথম দেশটির কোনো মন্ত্রী কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন