বিজ্ঞাপন

কেন্দ্রীয় চুক্তিতে নেই নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

April 11, 2018 | 4:52 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন ব্যানক্রফটরা নিষিদ্ধ হওয়ায় কপাল খুলেছে টিম পেইনের। এছাড়া, গত বছর যেই ক্রিকেটাদের কেন্দ্রীয় চুক্তিতেই রাখা হয়নি, তাদেরও এবার চুক্তির আওতায় এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বল টেম্পারিং এর ঘটনায় সাবেক অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় ব্যানক্রফটকে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা কোনো আপিল করেনি। ফলে, আগামী এক বছর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন এই তিন ক্রিকেটার।

২০ খেলোয়াড়ের নাম কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রকাশ করা হয়েছে। চুক্তিতে থাকলে এক বছরে স্মিথ ও ওয়ার্নার ২ মিলিয়ন ডলার করে পেতেন। নতুনদের কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচক ট্রেভর হনস জানান, ‘যারা চুক্তিতে জায়গা পেয়েছে তাদের জন্য বিষয়টা দারুণ। তারা সবাই এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য।’

বিজ্ঞাপন

চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন কেন রিচার্ডসন, আন্ড্রু টাই, মার্কাস স্টয়নিস, জাহি রিচার্ডসন, উইকেটরক্ষক আলেক্স ক্যারি। অন্যদিকে স্মিথের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া টিম পেইন, ব্যাটসম্যান শন মার্শ পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন।

স্মিথ এবং ওয়ার্নারের সঙ্গে কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়েছেন অ্যাডাম জাম্পা, পেসার জ্যাকসন বার্ড, জেমস প্যাটিনসন, অলরাউন্ডার হিলটন কার্টরাইট ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।

২০১৮-১৯ সালের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা: অ্যাস্টন আগার, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিশেল মার্শ, টিম পেইন, ম্যাট রেন’শ, জাহি রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্টানলেক, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও আন্ড্রু টাই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন