বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলন স্থগিত

April 12, 2018 | 11:01 am

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর কোটা নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে এই স্থগিতের কথা জানানো হবে।

কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বৃহস্পতিবার ( ১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সারাবাংলাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসাইন সারাবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আন্দোলন করার আর প্রয়োজন নেই। আমরা তার ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আন্দোলন স্থগিতের সঙ্গে আমাদের কিছু শর্ত আমরা তুলে ধরব। এর মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের চিকিৎসা, দাবি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন এবং সময়সীমা নির্ধারণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’

বুধবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

সারাবাংলা/এমআইএস/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন