বিজ্ঞাপন

‘বৈশাখে যৌন হয়রানি প্রতিরোধে মাঠে থাকবে বিশেষ টিম’

April 12, 2018 | 12:14 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।। 

বিজ্ঞাপন

ঢাকা: পহেলা বৈশাখে রাজধানীতে নিরাপত্তা বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘যৌন হয়রানি প্রতিরোধে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। রমনা ও সোহরাওয়ার্দী এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানকারীদের কাছ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হবে। পুরো এলাকায় ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। মা-বোন ও শিশুদের বিরক্তির বিষয় হওয়ায় এটি নিষিদ্ধ করা হয়েছে।’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা ঘিরে দেশি-বিদেশি লোকের সমাগম হবে। এটি চারুকলা থেকে বের হয়ে বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে আবার চারুকলায় এসে শেষ হবে। যে পথে শোভাযাত্রা যাবে সেসব পথের অলিগলি ও বাসার ছাদে পুলিশ থাকবে। মঙ্গল শোভাযাত্রায় কেউ মাঝপথে প্রবেশ করতে পারবে না। কারণ শোভাযাত্রার চারদিক ঘিরে থাকবে পুলিশ ও সোয়াতের সদস্যরা। শোভাযাত্রায় কেউ মুখোশ পরতে পারবে না। তবে হাতে নিয়ে থাকতে পারবে। মাথায় কে কী ব্যবহার করবে তাদেরও একটা নামের তালিকা চারুকলা কর্তৃপক্ষকে করতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

১৪ এপ্রিল রাতে পবিত্র শবে মিরাজ অনুষ্ঠিত হবে। ওই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে ইবাদতে মশগুল থাকবে। তাই তাদের যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য এবারের পহেলা বৈশাখে ঢাকা মহানগরীতে উম্মুক্ত স্থানের সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যেই শেষ করতে হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আছাদুজ্জামান মিয়া।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সুনির্দিষ্ট কোনো ধরনের হুমকি নেই। এবারে পহেলা বৈশাখ নাগরিকগন যাতে নির্বিঘ্নে ও শান্তিতে পালন করতে পারে সেজন্য সব ধরনের সম্ভাবনাকে মাথায় রেখে সতর্কতার জন্যই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনো প্রকার হুমকি নেই। যে হুমকির কারণে বৈশাখ উদযাপন নস্যাৎ হতে পারে।’

‘এরপরেও জরুরি প্রয়োজনে উদ্ধারকাজ চালানোর জন্য পুলিশের বিশেষ টিমসহ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। জরুরি মোকাবিলায় আশেপাশের সবকটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ বেশ কয়েকটি জায়গায় পয়লা বৈশাখ পালন করবে নাগরিকগণ। এসব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেসব এলাকায় পানি রয়েছে সেখানে বাড়তি হিসেবে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত থাকবে।’

তিনি বলেন, ‘রমনা পার্কে প্রবেশের জন্য তিনটি, বাহিরেরর জন্য দুইটি ও প্রবেশ-বাহিরের জন্য দুইটি গেট থাকবে। বিকেলের দিকে সব পথ বাহির হওয়ার জন্য উম্মুক্ত থাকবে। তেমনি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য তিনটি ও বের হওয়ার জন্য দুইটি গেট থাকবে।’

সারাবাংলা/ইউজে/টিএম

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিসি ভবনে হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখে রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন