বিজ্ঞাপন

মাঘের শেষ সপ্তাহে আবারও বৃষ্টির পূর্বাভাস

February 7, 2022 | 11:50 am

সিনিয়র নিউজরুম এডিটর

ঢাকা: শীতের শেষ মাস মাঘজুড়েই রোদ-বৃষ্টি-শৈত্যপ্রবাহের খেলা চলছে। সেই খেলার ধারাবাহিকতা চলতে পারে শেষ দিন পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, মাঘের ২৪ তারিখ সোমবারও দেশের ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত দুয়েক জায়গায় অব্যাহত থাকতে পারে। এর পরপরই ঝরতে পারে মাঘের শেষ বৃষ্টি।

বিজ্ঞাপন

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ জেলা ও সীতাকুণ্ডুসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে জানানো হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন