বিজ্ঞাপন

রেফারি অলিভার পশু, একজন খুনি: বুফন

April 12, 2018 | 2:48 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

জুভেন্টাসের চোখে এখন খলনায়ক মাইকেল অলিভার। রিয়ালের চোখে নায়ক রোনালদো। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ রেফারি অলিভারের দেওয়া পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি জুভিদের কিংবদন্তি গোলরক্ষক বুফন।

ম্যাচের ৯০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল আতিথ্য নেওয়া জুভেন্টাস। ঘরের মাঠ থেকেই রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের তখন বিদায় নেওয়ার শঙ্কা জাগে। যোগ করা অতিরিক্ত সময়ে সব হিসেব পাল্টে যায়। ম্যাচের ৯৩তম মিনিটে গোলমুখের সামনে রিয়ালের লুকাস ভাসকেজকে ফাউল করেন জুভিদের মেধি বেনাতিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি অলিভার।

সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বুফন। যা তার চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে প্রথমবার দেখা লাল কার্ড হয়ে যায়।

বিজ্ঞাপন

পেনাল্টি শট নেন রোনালদো। বুফনের বদলি হয়ে নামা গোলরক্ষক ওইচিচ শেজনি চাপ এড়িয়ে ঠেকাতে পারেননি রোনালদোকে। জুভিদের জালে বল জড়ালেও ৩-১ গোলে হারতে হয় রিয়ালকে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অ্যাগ্রিগেটে সেমিতে জায়গা করে নেয় সেই রিয়ালই, বিদায় নেয় ইতালির জায়ান্টরা।

অন্তিম সময়ে রেফারি অলিভারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি জুভেন্টাসের অধিনায়ক বুফন। ম্যাচ শেষে তিনি জানান, ‘এটি দশ ভাগের এক ভাগ পেনাল্টি ছিল। আমি জানি রেফারি দেখেছেন, এটি সন্দেহজনক ঘটনা। প্রথম লেগে যেখানে আমরা পরিষ্কার একটি পেনাল্টি পাইনি, সেখানে ৯৩ মিনিটে এমন সন্দেহজনক একটি ঘটনায় আপনি পেনাল্টি দিতে পারেন না। আপনি (রেফারি অলিভার) মানুষ নন, আপনি একটা পশু। আপনার বুকে হৃদয় নেই। আপনি একজন খুনি, যিনি একটা দলের স্বপ্ন শেষ করে দিয়েছেন। অলিভার সম্ভবত এই নাটকের মুখ্যচরিত্র হতে চেয়েছিলেন। তার হৃদয় আবর্জনায় ভরা।’

বুফন আরও যোগ করেন, ‘আমি যখন নিজের সেরাটা দিতে না পারি স্টেডিয়ামের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকি। একজন মানুষ হয়ে ব্যর্থ অলিভারের সেটাই করা দরকার ছিল। স্টেডিয়ামে সঠিক দায়িত্ব পালনের মতো ব্যক্তিত্ব যদি আপনার না থাকে, তাহলে স্ত্রী-সন্তানদের সঙ্গে গ্যালারিতে বসে আপনার চিপস খাওয়া উচিত। একজন দক্ষ রেফারি এমনটা করতে পারেন না। আমরা একটা ইম্পসিবল মিশনকে পসিবল করার দিকেই ছিলাম। একটা বাজে সিদ্ধান্ত দিয়ে আপনি একটি দলের স্বপ্ন ভাঙতে পারেন না। রেফারি শেষ যে দুটি সিদ্ধান্ত দিয়েছেন, তাতে তাকে তো একজন খুনি বলতেই পারি।’

বিজ্ঞাপন

এবারও চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হলো না বুফনের। এটা হয়তো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল। ক্ষোভ উগরে দিতে বুফন আরও জানান, ‘অলিভারের কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই সময় আমি রেফারিকে যে কোনো কিছু বলতে পারতাম। কিন্তু তাকে বুঝতে হবে, তিনি কী ধরনের দুর্যোগ তৈরি করলেন। আমি ভালো আছি, জীবন চলে যাবে। ক্লাবকে নিয়ে আমি গর্ব করছি। কিন্তু এভাবে শেষ হওয়া লজ্জার।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন