বিজ্ঞাপন

জুভিদের প্রতিবাদে অবাক রোনালদো

April 12, 2018 | 3:29 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ রেফারি মাইকেল অলিভারের দেওয়া পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না জুভেন্টাস। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক বুফন। পেনাল্টির সিদ্ধান্তকে নিয়ে জুভিদের প্রতিবাদে অবাক হয়েছেন রিয়ালকে সেমির টিকিট পাইয়ে দেওয়া রোনালদো।

ম্যাচের ৯০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল আতিথ্য নেওয়া জুভেন্টাস। ঘরের মাঠ থেকেই রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের তখন বিদায় নেওয়ার শঙ্কা জাগে। যোগ করা অতিরিক্ত সময়ে সব হিসেব পাল্টে যায়। ম্যাচের ৯৩তম মিনিটে গোলমুখের সামনে রিয়ালের লুকাস ভাসকেজকে ফাউল করেন জুভিদের মেধি বেনাতিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি অলিভার।

পেনাল্টি শট নেন রোনালদো। বুফনের বদলি হয়ে নামা গোলরক্ষক ওইচিচ শেজনি চাপ এড়িয়ে ঠেকাতে পারেননি রোনালদোকে। জুভিদের জালে বল জড়ালেও ৩-১ গোলে হারতে হয় রিয়ালকে। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অ্যাগ্রিগেটে সেমিতে জায়গা করে নেয় সেই রিয়ালই, বিদায় নেয় ইতালির জায়ান্টরা।

বিজ্ঞাপন


পেনাল্টি নিয়ে জুভেন্টাসের প্রতিবাদ মেনে নিতে পারছেন না রোনালদো। ম্যাচ শেষে তিনি জানান, ‘আমি সত্যিই বুঝতে পারিনি তারা কেন প্রতিবাদ করছিল। লুকাসকে তারা ফাউল করেছিল, আমরা পেনাল্টি পেয়েছি। তারা ফাউল না করলে আমরা পেনাল্টি পেতাম না। লুকাস ঠিকই গোল করতো। আমরা সেমিতে উঠতাম। কিন্তু ফুটবল এমনই। আমরা সেমিফাইনালে উঠতে পেরে খুশি।’

রিয়াল ফরোয়ার্ড আরও জানান, ‘পেনাল্টি থেকে আমাকে গোল করতেই হবে, এটা জানতাম। আমার হৃদপিন্ড কাঁপছিল, কিন্তু আমি শান্তই ছিলাম। কারণ আমি জানতাম আমার হাতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।’

রোনালদো আরও যোগ করেন, ‘আমি গোল করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ। ফুটবলে এমনটা হয়ে থাকে। শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। জুভেন্টাস আমাদের বেশ ভুগিয়েছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। রিয়াল গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু জুভেন্টাস আর তাদের গোলরক্ষক বুফন সত্যিই দুর্দান্ত খেলেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন