বিজ্ঞাপন

রাঙ্গামাটি আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

February 12, 2022 | 8:29 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ শেষ হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে ভোটের মাধ্যমে মো. হান্নান সভাপতি ও মো. নাছির উদ্দিন সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মো. হান্নানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন আবু সাদাৎ মো. সায়েম। সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দিন সোহেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন মো. আব্দুল করিম লালু। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ পদে ভোট হয়নি।

১২ সদস্য বিশিষ্ট জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির বাকি সদস্যদের নির্বাচিত নেতারা মনোনীত করবেন।

বিজ্ঞাপন

ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বর্ণেন্দু ত্রিপুরা। নির্বাচনে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, যুগ্ম সম্পাদক মিথুল দেওয়ানসহ জেলা আম্পায়ার ও স্কোরাররা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মো. নাছির উদ্দিন সোহেল বলেন, ‘রাঙ্গামাটি জেলার ক্রিকেট মানোন্নয়নে জেলা আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানসম্পন্নবিহীন আম্পায়াররা একটি সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারেন। তাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মাঠের খেলাকে পরিচ্ছন্ন রাখতে আম্পায়ারদের গুরুত্ব অপরিসীম। সেদিকে সবাইকে নজর দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন