বিজ্ঞাপন

চলতি বছরে খেলাপি ঋণ ৫৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

April 12, 2018 | 6:32 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যাংকগুলোতে খেলাপি  ঋণের পরিমাণ ৫৫ হাজার ৯৫ কোটি ৩৩ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদের এক প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য দেন।

লক্ষ্মীপুর-১ আসনের এমপি এম এ আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাক্তি ও প্রতিষ্ঠানখাতে খেলাপি ঋণ আদায়ের জন্য খেলাপি গ্রাহক চিহ্নিত করা এবং তাদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হচ্ছে।

নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিংখাতে সব প্রকার প্রযুক্তি সুচারুরূপে রাখতে বাংলাদেশ ব্যাংক তথা সরকার পদক্ষেপ গ্রহণ করছে। দেশের আন্তঃব্যাংক লেনদেন পদ্ধতির আধুনিকায়নে বর্তমান সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে অটোমেশন চেক প্রসেসিং সিস্টেম, ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পদ্ধতি (বিইএফটিএন) ও ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন