বিজ্ঞাপন

মুশফিকের ব্যাটে টিকে থাকলো নর্থ জোন

April 12, 2018 | 6:44 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে তৃতীয় দিনে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে টিকে থাকলো নর্থ জোন। আগের দিনে সেন্ট্রাল জোনের দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমে দিন শেষে ২৪৩ রানে পিছিয়ে থাকলো মুশফিকরা। চতুর্থ দিনে ৩ উইকেট হাতে রেখে ব্যাট করবে নর্থ জোন।

প্রথম ইনিংসেই নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে নিয়েছিল সেন্ট্রাল জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে সব উইকেট হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দলটি তুলেছিল ৫২৯ রান।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নর্থ জোন। দলীয় ১১ রানেই ব্যক্তিগত ৭ রান নিয়ে আবু হায়দারের বলে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান জুনায়েদ সিদ্দিকী (১১-১)। এরপর ব্যাটিংয়ে নেমে ওপেনার মিজানুর রহমানের সঙ্গে ৪৫ রান যোগ করে দলীয় ৮৩ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত (৮৩-২)। তিন রানের ব্যবধানে ফিরে যান ৩২ রান করা ওপেনার মিজানুর (৮৬-৩)। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিংয়ে এসে ১৪ রান যোগ করতেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান সানজামুল ইসলাম (১০৯-৪)।

বিজ্ঞাপন

একদিক থেকে হাল ধরে রাখেন মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত ৯ রানেই এবাদত হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ধীমান ঘোষ (১২৪-৫)। এরপর মুশফিকের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪২ রান করে সাজঘরে ফেরেন আরিফুল ইসলাম (২০৭-৬)। দলীয় ২১৬ রানে ব্যক্তিগত ৪ রান যোগ করে সাজঘরে ফেরেন ফরহাদ রেজা। এরপর ব্যাটিংয়ে আসেন তাইজুল ইসলাম। দিন শেষে মুশফিক ১০১ এবং তাইজুল ২১ রানে অপরাজিত আছেন।

সেন্ট্রাল জোনের এবাদত হোসেন ৩ উইকেট নেন। মোশাররফ হোসেন ২টি, আবু হায়দার এবং তানবীর হায়দার ১টি করে উইকেট পান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকে সেন্ট্রাল জোনের দুই ওপেনার সাইফ হাসান এবং সাদমান ইসলাম তুলে নেন ২০০ রান। ৬ রানের জন্য সাইফ সেঞ্চুরি বঞ্চিত হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সী সাদমান চতুর্থ শতক তুলে নেন। ২৪৩ বলে ১২টি চার আর একটি ছক্কায় সাইফ করেন ৯৬ রান। ২৩৯ বলে ৯টি বাউন্ডারিতে ১০৭ রান করে সাজঘরে ফেরেন সাদমান। রাকিবুল হাসান (০) উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন মার্শাল আইয়ুব ২০ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২১ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। মাহমুদউল্লাহ ২৬ রানে বিদায় নিলেও প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬তম সেঞ্চুরি তুলে নেন মার্শাল আইয়ুব। ২১০ বলে ১৪টি চার আর একটি ছক্কায় করেন ১৩২ রান।

এছাড়া, ইরফান শুক্কুর ০, তানবীর হায়দার ৪৬, মোহাম্মদ শরীফ ৭, আবু হায়দার ৭, এবাদত হোসেন ১২ রান করেন। মোশাররফ হোসেনের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৩ রান।

নর্থ জোনের আরিফুল হক চারটি, শরিফুল ইসলাম দুটি আর সানজামুল ইসলাম দুটি করে উইকেট তুলে নেন। একটি উইকেট পান ফরহাদ রেজা। উইকেট পাননি তাইজুল ইসলাম।

প্রথম তিন রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে বিসিবি নর্থ জোন আছে সবার ওপরে। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসলামি ব্যাংক ইস্ট জোন। ২৬ পয়েন্ট নিয়ে তিনে প্রাইম ব্যাংক সাউথ জোন। ১৯ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

বিজ্ঞাপন

নর্থ জোন: মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, ধীমান ঘোষ, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম (অধিনায়ক), শরিফুল ইসলাম, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।

সেন্ট্রাল জোন: সাইফ হাসান, সাদমান ইসলাম, রাকিবুল হাসান, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইরফান শুক্কুর, তানবীর হায়দার, মোশাররফ হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ শরীফ এবং এবাদত হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন