বিজ্ঞাপন

শেষ হলো জাতীয় সংসদের ২০তম অধিবেশন

April 12, 2018 | 11:16 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ হয়।

সমপানী অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। এ ছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বক্তব্য দেন।

গত ৮ এপ্রিল শুরু হওয়া ৫ কার্য দিবসের এ অধিবেশন ছিলো দশম জাতীয় সংসদের অন্যতম সংক্ষিপ্ত অধিবেশন। এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ প্রস্তাবের ওপর ১৪৭(১) বিধিতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সবসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

সারাবাংলা/এনআর/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন