বিজ্ঞাপন

আইনমন্ত্রী ও বিনিয়োগ উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

February 22, 2022 | 5:09 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: টেলিফোন কনভারসেশন (কথোপকথন) ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফখরুল বলেন, ‘সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের টেলিফোন কনভারসেশন (কথোপকথন) সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। যাতে এই সরকারের দুর্নীতির একটি প্রকৃতচিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে তা স্বীকৃত প্রমাণ। তাই জাতির কাছে বিষয়টি আজ একটি প্রমাণিত সত্যের দলিল।’

‘তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য বিএনপি এই মুহূর্তে আইনমন্ত্রী, বিনিয়োগ উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টাসহ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোড় দাবি জানাচ্ছে বিএনপি’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আজ স্পষ্ট যে, দেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চলমান এই দুর্নীতি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ক্ষমতাসীন দলের মেয়র-চেয়ারম্যান থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই, যে দুর্নীতির সুযোগ নিচ্ছে না।’

ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনীগুলোর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোটা প্রশাসনকে অংশীদার করা হয়েছে দুর্নীতির এই চক্রের। সংবিধান ও রাষ্ট্রের অভিভাবক খোদ বিচার বিভাগকেও এখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলার অভিযোগ উঠতে শুরু করেছে ‘

তিনি বলেন, ‘দুর্নীতিতে যুক্ত হয়ে সরকারি দলের লোকেরা এখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। নিজেদের অপকর্ম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, শত চেষ্টা করেও তা চেপে রাখতে পারছে না। কোনো না কোনো উপায়ে তা প্রকাশ্যে জনসমক্ষে চলে আসছে। ভেসে বেড়াচ্ছে ভার্চুয়াল জগতে। ফাঁস হয়ে যাচ্ছে নানান অপকর্মের কুৎসিত চিত্র। খসে পড়ছে মহাদুর্নীতিবাজদের মুখোশ।’

বিজ্ঞাপন

‘ইনোসেন্ট কনভারসেশন’-কে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করে একটি দেউলিয়া গোষ্ঠী ফোনালাপটি ফাঁস করেছে’- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তিনি ফোনালাপের কোনো বিষয়বস্তু অস্বীকার করেননি। বরং ‘ইনোসেন্ট কনভারসেশন’ এর মোড়কে তা স্বীকার করেছেন। ইতোমধ্যেই বিএনপিসহ দেশবাসী এ ঘটনার তদন্ত দাবি করেছে। কিন্তু সরকার এখনও নির্বাক ও নির্বিকার। এমন পরিস্থিতিতে বিএনপি আবারও দাবি করছে, কালবিলম্ব না করে অবশ্যই তা তদন্ত ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন