বিজ্ঞাপন

দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপির কর্মসূচি ঘোষণা

February 24, 2022 | 5:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবিতে বিক্ষোভসহ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ ফেব্রুয়ারি দুপুর ২ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে বিক্ষোভ সমাবেশ, ২ মার্চ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৫ মার্চ সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।

এছাড়া ৬ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ৮ মার্চ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ৯ মার্চ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১০ মার্চ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১২ মার্চ বিএনপি’র উদ্যোগে সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে হাট সভা/পথ সভা ও লিফলেট বিতরণ, ১৪ মার্চ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও ১৫ মার্চ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ।

বিজ্ঞাপন

কর্মসূচি ঘোষণার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রকৃতপক্ষে সম্প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে লাগামহীন দাম বৃদ্ধি পাচ্ছে এতে করে মানুষ অ্যাফেক্টেড হচ্ছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য একেবারেই নিচে নেমে যাচ্ছে, অসংখ্য ছোট ছোট পুঁজির ব্যবসায়ী একেবারেই নিঃস্ব হয়ে যাচ্ছে। এছাড়া সমাজের বড় একটা অংশ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নেমে যাচ্ছে। আর কিছু মানুষ মধ্যবিত্তে নেমে আসছে- এটাই বাস্তবতা।’

সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বাজারে নিয়ন্ত্রণ নেই, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই, একইভাবে উৎপাদনের ক্ষেত্রেও কোনো নিয়ন্ত্রণ নেই। দুর্নীতি কারণে এমন একটা পর্যায়ে চলে গেছ যে, প্রতিটা পণ্যের দাম ২০ থেকে ২৮ শতাংশ বেড়ে যাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়ে- এটাই স্বাভাবিক নিয়ম। একইসঙ্গে যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে সেই সিন্ডিকেট আর্টিফিশিয়াল জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে, সরকারের যে মিথ্যা প্রচারণা- যেমন খাদ্যশস্য আমদানির কথা সরকার স্বীকার করতে চায় না। অথচ ৬৭ লাখ মেট্রিকটন খাদ্যশস্য আমদানি করতে হয়েছে গত বছর। গ্যাসের দাম ধাপে ধাপে বাড়ছেই। সর্বশেষ বেড়েছে পানির দাম।’

বিজ্ঞাপন

‘পানির দাম বাড়ানোর ক্ষেত্রে একমাত্র কারণ দুর্নীতি। ওয়াসার এমডিকে এক্সটেনশন দেওয়া হয়েছে তিন বার। তার বেতন এখন ৫/৬ লাখ টাকা। এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে মানুষের ধারণা হয়েছে যে, এই সরকারে আমলে কোথাও কোনো জবাবদিহিতা নেই এবং সরকারের শীর্ষ ব্যক্তিরা দুর্নীতির সঙ্গে জড়িত’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এই সংকট কেবল বিএনপির নয়। গোটা দেশের, গোটা জাতির। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে তাদের বাধ্য করি।’

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন