বিজ্ঞাপন

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩০৬

February 25, 2022 | 3:10 pm

স্পোর্টস ডেস্ক

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল এবং সাকিব আল হাসান খেলতে পারেননি বড় ইনিংস। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ২০২ রানের রেকর্ড গড়া জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ।

বিজ্ঞাপন

লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। আর মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে ফেরেন।

তামিম ইকবাল এবং লিটন দাস মিলে শুরুটা বেশ দারুণ করেছিলেন। তবে ৭ম ওভারে ফজলহক ফারুকির বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তামিম ইকবাল। ২৪ বলে দুই চারে ১২ রান করে তামিম ফিরলেন দলীয় ৩৮ রানে। এরপর দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লিটন দাস। তবে রশিদ খানের প্রথম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানও এলবি’র ফাঁদে পড়ে ফেরেন ব্যক্তিগত ২০ রানে। এতেই ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের।

এরপর ঘুরে দাঁড়ানো লিটন-মুশফিকের ব্যাটে চড়ে। রঙিন পোশাকের ক্রিকেটে অনেকদিন যাবতই ভুগছিলেন লিটন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন। যাতে টি-টোয়েন্টি দল থেকে বাদও পড়তে হয়েছে। বাংলাদেশও দীর্ঘদিন খেলেনি ওয়ানডে। মিডল অর্ডারে টেস্টে অবশ্য নিয়মিত রান পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সম্প্রতি বেশি টি-টোয়েন্টি খেলা এবং লিটনের বাজে পারফরম্যান্সে সেটা যেন মিলিয়ে যাাচ্ছিল। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে সিরিজের প্রথম ওয়ানডেতেও ব্যর্থ ছিলেন লিটন। আউট হয়েছিলেন মাত্র ১ রান করে।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠলেন লিটন। রশিদ খান, মুজিব-উর রহমানদের বিপক্ষে বাড়তি ঝুঁকি নেননি। প্রথম ওয়ানডেতে গতির ঝড় তোলা ফাজলুলহক ফারুর বিপক্ষেও শুরুতে সাবধানী ছিলেন। তবে বাকিদের বিপক্ষে ঠিকই রান তুলে সেটা পুষিয়ে দিয়েছেন।

তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ২০২ রানের জুটি গড়েন লিটন। ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৬টি চার আর দুটি ছক্কায় ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফরিদ আহমেদের বলে আউট হন লিটন। পরের বলেই মুশফিকুর রহিমের ৯৩ বলে ৮৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।

শেষ দিকে মাহমুদউল্লাহ ৯ বলে ৬ আর আফিফ হোসেন ১২ বলে ১৩ রান করলে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফরিদ আহমেদ। আর একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি এবং রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ: ৫০ ওভার; ৩০৬/৪; (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*); (ফজলহক ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, আজমতউল্লাহ ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবী ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)।

টস: বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন