বিজ্ঞাপন

২ মার্চের মধ্যে চূড়ান্ত বিজয় চান পুতিন

February 28, 2022 | 3:57 pm

আন্তর্জাতিক ডেস্ক

২ মার্চের মধ্যে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ।

পাশাপাশি, মস্কো এবং কিয়েভের মধ্যে বেলারুশে অনুষ্ঠেয় আলোচনা নিয়ে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।

ফেদোরভ বলেন, শর্ত ছাড়াই আলোচনা হতে হবে। কিয়েভের বন্ধু এবং নেতাদের অবস্থান জানা আছে। তারা বসে আলোচনা করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

এদিকে, ইউক্রেনে রাশিয়াকে কল্পনার চেয়েও বেশি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে জানিয়ে ফেদোরভ বলেন,
রুশ সরকারের সাবেক এ উপমন্ত্রী বলেন, তিনি ইউক্রেনীয়দের চেনেন, তারা কেউই ফুল নিয়ে রুশ সেনাদের সামনে আসবে না। এটিই বাস্তবতা।

বৃহস্পতিবার ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে ‘বিশেষ সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই সেখানে ভয়াবহ সংঘাত চলছে। হামলার পঞ্চম দিনে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে, দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন