বিজ্ঞাপন

নাসুম ঘূর্ণিতে বিপর্যস্ত আফগানরা

March 3, 2022 | 5:12 pm

স্পোর্টস ডেস্ক

বাংলেদেশের ছুঁড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান। নাসুম আহমেদের ঘূর্ণিতে ২০ রানেই ৪ উইকেট হারিয়েছে আফগানরা। চারটি উইকেটই ঝুলিতে পুরেছেন বাঁহাতি স্পিনার নাসুম।

বিজ্ঞাপন

নাসুমের বল যেন বুঝতেই পারছিলেন না হজরতউল্লাহ জাজাই। প্রথম বলটি ঠেকালেন, পরের বলটিতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গুরবাজ। তবে ভাগ্যচক্রে বলটি পড়ে নোম্যান্স ল্যান্ডে। পরের বলটি লংঅনে ঠেলে দেন রহমতউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে কাভার দিয়ে বল বের করতে গিয়ে ইয়াসির আলীর তালুবন্দি হন রহমতউল্লাহ গুরবাজ। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় আফগান।

পরের ওভারে হজরতউল্লাহ জাজাইও ফিরতে পারতেন। মাহেদি হাসানের বলে কভার পয়েন্টে থাকা মুনিম শাহরিয়ার জাজাইয়ের ক্যাচ ফেলে দেন। তবে দুই দুইবার জীবন পাওয়া জাজাই তৃতীয় ওভারের প্রথম বলে ফেরেন মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দিয়ে। এর এক বল পরেই দারউইশ রাসুলি নাসুমকে সুইপ করতে গিয়ে হন বোল্ড। এতেই মাত্র ৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান। তবে উইকেটের পেছনে লাফিয়ে পড়েও বলের নাগাল পাননি লিটন দাস। এদিকে নিজের তৃতীয় ওভারে বল হাতে এসে আবারও আঘাত হানলেন নাসুম। এবারে তার শিকার করিম জানাত।

বিজ্ঞাপন

৫ম ওভারের তৃতীয় বলে মাহেদি হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ৬ রান করে ফিরলেন জানাত। চেয়েছিলেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল বাইরে পাঠাতে কিন্তু মাহেদি সুযোগ হাতছাড়া করেননি। এতেই মাত্র ২০ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা।

এক বল বিরতিতে নাসুম তুলে নিয়েছিলেন মোহাম্মদ নবীকেও। কিন্তু এ যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান আফগান অধিনায়ক।

এই রিপোর্ট লেখা অবধি আফগানিস্তানের সংগ্রহ ৫.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট। উইকেটে আছেন নাজিবুল্লাহ ৯ এবং নবী ৪ রানে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

লিটনের অর্ধশতকে ভর করে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন