বিজ্ঞাপন

ইউক্রেনের ২ শহরে সাময়িক যুদ্ধবিরতি

March 5, 2022 | 1:05 pm

আন্তর্জাতিক ডেস্ক

বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয়। দেশটির ভলনোভাখার ও মারিউপোল শহরে হামলা না চালানোর কথা জানিয়েছে রুশ প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৫ মার্চ) স্থানীয় সময় (মস্কো) সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

এর আগে চলমান হামলার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদে সরে যাওয়ার জন্য মানবিক করিডোর তৈরি করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান ওলেক্সি ড্যানিলভ।

তিনি বলেন, ‘হামলায় এখন পর্যন্ত ৪৮০ জনের বেশি শিশু নিহত হয়েছে।’ তবে একদিন আগে এই সংখ্যা ২৮ জন ছিল বলে জানিয়েছিল ইউক্রেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের এক টেলিভিশনে ড্যানিলভ বলেছিলেন, ‘শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য মানবতার করিডোর তৈরি করাই এখন এক নম্বর প্রশ্ন।

ইউক্রেনের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশটির ভলনোভাখার ও মারিউপোল শহরে সাময়িক সময়ের জন্য এই যুদ্ধ বিবতির ঘোষণা দিল রাশিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন