বিজ্ঞাপন

এখনই আসছে না হাদিসুরের মরদেহ: পররাষ্ট্রমন্ত্রী

March 6, 2022 | 5:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলি হাদিসুর রহমানের মরদেহ এখনই দেশে ফিরিয়ে আনা হচ্ছে না।

বিজ্ঞাপন

রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ড. মোমেন বলেন, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু বিমান হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃতদেহ এখনই ফিরিয়ে আনা সম্ভব নয়।

মন্ত্রী বলেছেন, বাংলাদেশী নাবিকের মরদেহটি বর্তমানে ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মরদেহ দেশে আনা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার রাতে ইউক্রেনে জলসীমায় আটকে থাকা জাহাজটি হামলার শিকার হলে সেখানে হাদিসুর রহমান নিহত হন।

হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকে পড়া নাবিকদের ইউক্রেনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। পরে তারা মালদোভা হয়ে রোমানিয়ায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন