বিজ্ঞাপন

১২০০ লিটার সয়াবিন তেল নিয়ে ট্রাক পড়লো খাদে

March 11, 2022 | 12:11 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: মুন্সীগঞ্জের গজারিয়ায় সয়াবিন তেলবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। ওই ট্রাকটিতে ১২০০ লিটার সয়াবিন তেল ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার( ১০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে(বগুড়া ট ১১-১২৬৮) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১২ শত লিটার সোয়াবিন তেলসহ খাদে পড়ে যায়।

এদিকে স্থানীয়রা ট্রাকের অজ্ঞাত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ মুহূর্তে দেশে সয়াবিন তেলের আকাশ ছোঁয়া দাম ও ব্যবসায়ীদের কৃত্রিম সংকটকালে এই ৬০ ড্রাম তেল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, ‘আমরা জেনেছি দঁড়ি বাউশিয়া স্ট্যান্ডে ইউ-টার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন