বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

December 15, 2017 | 11:10 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, টাঙ্গাইল

বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গাতে একটি আলু বোঝাই ট্রাক বিকল হলে এ যানজটের সূচনা হয়। এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

গভীর রাতে যানজট সৃষ্টি হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা বহাল রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,  রসূলপুর থেকে এলেঙ্গা এলাকাজুড়ে সড়কে বড় বড় গর্ত আর যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ যানজটকে আরও তীব্র করেছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এস এম শহীদুর রহমান এ বিষয়ে জানান, রসূলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত ও মহাসড়কে চলছে চার লেনের নির্মাণ কাজ। এ কারণে টাঙ্গাইলের সীমানায় প্রায় সময় দেখা দেয় তীব্র যানজট। ১০ মিনিটের রাস্তা যেতে সম লাগছে ১ থেকে দেড় ঘণ্টা।’

সারাবাংলা/আরসি/এমএস/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন