বিজ্ঞাপন

কৃষ্ণসাগরে রুশ অবরোধে বিচ্ছিন্ন ইউক্রেন

March 14, 2022 | 12:35 pm

আন্তর্জাতিক ডেস্ক

কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনী অবরোধ সৃষ্টি করে ইউক্রেনকে আন্তর্জাতিক নৌ পথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটেনের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে— রুশ নৌ বাহিনী ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে অবরোধ সৃষ্টি করেছে। রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এছাড়াও কৃষ্ণসাগরের সঙ্গে সংযুক্ত আরব সাগরে রাশিয়া ইতোমধ্যে উভচর যান মোতায়েন করেছে। আগামীতে সেখান থেকেও অভিযান চালানো হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে জল, স্থল, আকাশপথে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। যুদ্ধের ১৯তম দিনে মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়েছেন ১০ লাখের বেশি মানুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন