বিজ্ঞাপন

২৭ বিদেশি সাংবাদিকের সঙ্গে তথ্যমন্ত্রীর মতবিনিময়

April 15, 2018 | 12:28 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা সফররত ২৭ বিদেশি সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক  ইনু।

রোববার (১৫ এপ্রিল) সচিবালয়ে এ মতবিনিময় শুরু হয়।

মতবিনিময়ে ভারতের কলকাতা, নয়াদিল্লী, ব্রাজিল, ইস্তাম্বুল,থাইল্যান্ড, কোরিয়া, কানাডা,ফিলিপাইন, জার্মানি, ইথিওপিয়ার সাংবাদিকরা রয়েছেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গণমাধ্যমের স্বাধীনতা-বিকাশে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া জঙ্গিবাদ, ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িবকতার বিরুদ্ধে একযোগে কাজ করার জন্য অতিথি সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।

ইনু বলেন, ‘গত নয় বছরে সরকার অর্থনৈতিক উন্নয়নসহ সবক্ষেত্রে উন্নতি করেছে। দেশের অবকাঠামোগত নানা উন্নয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘এখন আমাদের সামনে তিনটা চ্যালেঞ্জ। প্রথমটা হলো নির্দিষ্ট সময়ে নির্বাচন করা এবং বর্তমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, দ্বিতীয়টি হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন- মোকাবিলা করা এবং তৃতীয়টা হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা।’

বিজ্ঞাপন

এ সব সাংবাদিক সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আসেন। সফরকালে প্রথমে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় করেন।

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন