বিজ্ঞাপন

জোর-জবরদস্তি করে অভিনেতা বানিয়ে দেয়া হলো: আসাদ

March 23, 2022 | 4:23 pm

আহমেদ জামান শিমুল

মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্র— সর্বত্র রাইসুল ইসলাম আসাদ গত পাঁচ দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। যাকে অভিনয়ে কিংবদন্তি বলা হচ্ছে, তাকে কিনা জোর করে এ জগতে আনা হয়েছে— এমনটাই দাবি তার।

বিজ্ঞাপন

রাইসুল ইসলাম আসাদ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। তার সঙ্গে একই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন আনোয়ারা।

পুরস্কার প্রাপ্তির পর দেওয়া তাৎক্ষণিক বক্তব্যে আসাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মন্ত্রী মহোদয়, বিশেষ অতিথি ও চলচ্চিত্রপ্রেমী, সুধিমন্ডলী। যুদ্ধফেরত আসাদকে জোর-জবরদস্তি করে অভিনেতা বানিয়ে দেয়া হলো, যেই স্বপ্ন সে কোনোদিন দেখেনি, চিন্তাও করেনি।’

দীর্ঘ এ পথে তাকে যারা এতদূর আসতে সহায়তা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আসাদ। ‘৭২ এ মঞ্চ, টেলিভিশন, ৭৩ এ চলচ্চিত্র, দেখতে দেখতে ৫০ বছর পার। যারা ঠেলা, ধাক্কা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সব নাম এক সঙ্গে মনে করতে পারি না, তাই বাদ পড়ার ভয়ে কারও নাম উল্লেখ করলাম না। শুধু একটা নাম সোহেল সামাদ। সহযোদ্ধা, বয়সে ছোট, অধিকারে বড়।’

বিজ্ঞাপন

‘একাত্তরের ডিসেম্বরে ২৪ বা ২৫ তারিখ, বিজয়ের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকায়। জোর করে আমার কণ্ঠ ব্যবহার করল। তারপর থেকে শুরু হয়ে গেল।’

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ ছবি দুটি। শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ, শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন। ২৮টির মধ্যে এবার ২৭টি ক্যাটাগরি এবার ৩২ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন