বিজ্ঞাপন

আগের ভুল বুঝতে পারছেন মুমিনুল

April 15, 2018 | 4:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

বিসিএলের প্রথম তিন রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান ছিল তাঁর। এরপর লম্বা একটা বিরতির পর যখন চতুর্থ রাউন্ড শুরু হলো, মুমিনুল হক তখন দেশে নেই। ওমরা থেকে ফিরে আবারও যোগ দিয়েছেন অনুশীলনে, আগামী পরশু থেকে শুরু পঞ্চম রাউন্ডেও খেলার কথা তাঁর। তবে সবচেয়ে বেশি রানের রেকর্ড হাতছাড়া হয়ে গেছে এর মধ্যেই। তাতে অবশ্য মুমিনুল একদমই ভাবিত নন। বরং রেকর্ড নিয়ে চিন্তাটাই নিজের জন্য নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।

বিসিএলে এবার মুমিনুলের শুরুটা হয়েছিল দারুণ, প্রথম তিন রাউন্ড শেষে ৩৮২ রান নিয়ে ছিলেন সবার ওপরে। কিন্তু চতুর্থ রাউন্ডে তাঁকে টপকে গেছেন লিটন দাশ ও তুষার ইমরান। লিটনের রান ৪২৭, আর জোড়া সেঞ্চুরিতে ৫৫৮ রান নিয়ে সবার ওপরে তুষার। মুমিনুলের সামনে অবশ্য সেই মুকুট আবার নিজের করে নেওয়ার হাতছানি। তবে মুমিনুল এই ব্যাপারটা নিজের ভাবনার চৌহদ্দিতেও আসতে দিচ্ছেন না।

‘না, এই জিনিসটা আমার মাথায় থাকবে না। আপনি যখনই সর্বোচ্চ রান করার চেষ্টা করবেন, চিন্তা করবেন, তার মানে হলো আপনি নিজের জন্য চিন্তা করতেছেন। এভাবে আগে চিন্তা করতাম, সেটা ভুল ছিলো, এখন বুঝি। সুতরাং আমি ওভাবে চিন্তা করে খেলবো না।’

বিজ্ঞাপন

দলের চাহিদাটাই এবার তাঁর কাছে বড়, ‘একজন ব্যাটসম্যান হিসেবে তো সব সময় ইচ্ছে থাকে কোনো আসরে বড় বড় স্কোর করার। অনেক বেশি রান করার ইচ্ছে আমারও আছে। সেই চেষ্টাও করবো। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, দল হিসেবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। একটা দল যখন চ্যাম্পিয়ন হবে, তখন দেখবেন যে তালিকায় তাদের ব্যাটসম্যানরাই উপরে থাকবে।’

সামনে বিসিএল ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সেভাবে ম্যাচ প্র্যাকটিসেরও সুযোগ নেই। মুমিনুলও ব্যাপারটা মাথায় রাখছেন, ‘আপাতত বিসিএল নিয়েই ভাবছি। বিসিএল শেষ হলে হয়তো ওইটা (ওয়েস্ট ইন্ডিজ সফর) নিয়ে চিন্তা করবো। আর কন্ডিশনের ব্যাপারটা হলো, আপনি যদি কঠিন মনে করেন, তাহলে কঠিন। আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতি নিয়ে নিবো— ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু হবে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন