বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে চান ফিঞ্চ!

April 15, 2018 | 8:23 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বল বিকৃতির ঘটনার পর অনেকটা দুর্বল হয়ে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতোবড় ঘটনা থেকে সরে এসে অনেকটা নতুনভাবেই তৈরি হচ্ছে দলটি। জুনে ইংল্যান্ড সফর, এরপর জুলাইয়ে পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে আছে ত্রিদেশীয় সিরিজ। ২০১৯ সালে আসছে বিশ্বকাপ আসর। তাই এই মুহুর্তে সুযোগ পেলে দলের হাল ধরতে চান সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ২০১৪ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব পেলেও পরবর্তিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে। বল টেম্পারিংয়ের কারণে দলের বাইরে আছেন স্মিথ-ওয়ার্নাররা, তাই আরো একবার দলের নেতৃত্ব পেতে এগিয়ে থাকছেন ফিঞ্চ।

তবে আবারো দায়িত্ব পেলে সেটা ভালোভাবেই পালন করার কথা জানালেন অজি এই ব্যাটসম্যান (ফিঞ্চ)। রোববার (১৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ফিঞ্চ জানান, ‘এই মুহুর্তে দায়িত্ব নিয়ে ভাবছি না, তবে সুযোগ এলে অবশ্যই সেটা ভালোভাবে করবো।’

বিজ্ঞাপন

স্মিথ, ওয়ার্নারদের অনুপস্থিতিতে ভুগছেন অজি এই ক্রিকেটারও, ‘যা হয়েছে তা আসলেই দূর্ভাগ্যজনক। তবে দলে যারা নতুন করে জায়গা পাবে, আশা করবো তারা ভাল কিছুই করবে।’

সামনে ইংল্যান্ড সিরিজ, এরপর জিম্বাবুয়ে এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সফর। এর আগে দলে নানা পরিবর্তন আসবে বলে মনে করছেন ফিঞ্চ, ‘অধিনায়কত্বের ব্যাপারে বলা কঠিন হবে, কয়েক মাসের মধ্যে দলে নানা পরিবর্তন আসবে।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ফিঞ্চ। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে অধিনায়কত্ব করতেও তাকে দেখা যায়। সেদিক থেকে স্বল্প ওভারের অধিনায়কত্বের দিকে অনেকটা এগিয়েই আছেন ফিঞ্চ। তবে এবার অজি দলের স্বল্প ওভারের অধিনায়কত্ব ফিঞ্চের হাতেই আসছে কিনা সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন