বিজ্ঞাপন

কেমন যাচ্ছে মোস্তাফিজের দিন?

April 15, 2018 | 9:28 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

দলের অবস্থা যেখানে একদমই ভালো নেই, সেখানেও তিনি নিজেকে মেলে ধরছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও দলবদলে এবারের মৌসুমে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানের এবারের মৌসুমটা একেবারেই খারাপ যাচ্ছে না। দলের হয়ে নিজের সর্বোচ্চটাই দিয়ে চলেছেন এই ক্রিকেটার।

রোববার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল পেইজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। দল পরিবর্তনে আইপিএলে নতুন শিবিরে এসে নিজের অভিজ্ঞতাটা সেখানেই জানান দিলেন মোস্তাফিজ, ‘এবছর ফার্স্ট মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দরাবাদে ছিলাম। এটা নতুন ড্রেসিংরুম, অনেক সিনিয়র প্লেয়ার আছেন, আমার বয়সী অনেকেও আছেন। এখানে টিম কমিউনিকেশন অনেক ভালো।’

নতুন কোচ ও খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছুই শিখছেন বাংলাদেশি এই তারকা পেসার, ‘কোচরা অনেক হেলপফুল, প্লেয়াররাও অনেক হেলপফুল। সবসময় নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আমিও শেখার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আইপিএলে মুম্বাইয়ের সঙ্গে খেলাটা যে ভালোভাবেই উপভোগ করছেন সেটাও বলে রাখলেন বাংলাদেশি এই তারকা পেসার, ‘বুমরা অনেক ভালো বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে ও ভালো বোলিং করে। দুইজন একসাথে বোলিং করতে পারছি, আমারো ভালো লাগছে।’

চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছেন ৩ ম্যাচেই। এখন পর্যন্ত সব ম্যাচেই উইকেট মিলিছে তার। সবমিলিয়ে ১১.৫ ওভারে ৮৮ রান খরচায় ৫টি উইকেট যোগ হয়েছে তার ঝুলিতে। সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৪ রান খরচায় নিয়েছেন এই আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ৩টি উইকেট।

২০১৬ সালে হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। পরের মৌসুমে মাত্র এক ম্যাচে তাকে মাঠে নামিয়েছে দলটি। নতুন শিবিরে মোস্তাফিজের সময়টা যে বেশ ভালোই যাচ্ছে সেটা বলাই যায়।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন