বিজ্ঞাপন

ইউনাইটেডই শিরোপা উপহার দিল সিটিকে

April 16, 2018 | 12:25 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এক সপ্তাহ আগে দারুণ এক ফিরে আসায় ম্যানচেস্টার সিটিকে শিরোপা উদযাপন করতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। কে জানত, পরের সপ্তাহে নিজেদের মাঠেই সিটিকে সেই সুসংবাদ দেবে রেড ডেভিলরা? তাও আবার ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট তালিকার সবার নিচের দল ওয়েস্ট ব্রমের কাছে হেরে! ইউনাইটেডের ১-০ গোলের হারে নিশ্চিত হয়ে গেছে, সিটিই হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন। ইংল্যান্ডে এসে প্রথমবারের মতো শিরোপা পেয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

আগের দিন টটেনহামকে হারিয়ে নিজেদের কাজটুকু এগিয়ে রেখেছিল সিটি। গার্দিওলা অবশ্য জানিয়ে দিয়েছিলেন, ইউনাইটেডের ম্যাচটা দেখবেন না। ওই সময় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকবেন গলফ খেলতে। হয়ত আশাও করেননি, নিজেদের মাঠে ওয়েস্ট ব্রমের কাছে হেরে যাবে ইউনাইটেড। খবরটা পেয়েছেন গলফ কোর্স থেকেই। ৯ বছরের ক্যারিয়ারে এ নিয়ে সপ্তমবার লিগ জিতলেন গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্নের পর সিটির হয়েও পেলেন শিরোপা।

গার্দিওলা এই জয়ে খুশিতে ভেসে না গিয়ে এখনই তাকাচ্ছেন পরের মৌসুমের দিকে, ‘ম্যানচেস্টার সিটি ইউনাইটেড বা চেলসির মতো এত বড় ক্লাব নয়, এত বেশি ঐতিহ্যও নেই তাদের। মাঝে মাঝে এমন কিছু করতে হয় যাতে তাদেরও বিশ্বাস আসে আসলেই, আমরাও এত ভালো।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘আমরা যেভাবে খেলেছি সেটাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। অবশ্যই পরের মৌসুমটা এমন হবে না, এটার পুনরাবৃত্তি হওয়া অসম্ভবই। তবে যেহেতু একবার করতে পেরেছি, আবারও করার সামর্থ্য আমাদের আছে। আমাদের সেটাই মনে রাখতে হবে।’

গার্দিওলা অবশ্য ওয়েস্ট ব্রমের দুজনকে আলাদা করে ধন্যবাদ দিতে পারেন। ৭৩ মিনিটে জে রদ্রিগেজের গোলে নিশ্চিত হয়েছে জয়। তবে বেন ফস্টার দুর্দান্ত কিছু সেভ না করলে ম্যাচের ফল এমন হতো না।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন