বিজ্ঞাপন

রুশ হামলায় ৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

April 16, 2022 | 10:45 am

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের তিন হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে আরও ১০ হাজার সেনা আহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসি।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার ৫০০ থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে। একইসঙ্গে রাশিয়ার সম্ভব্য পরমাণু হামলার বিষয়ে সতর্ক করেন তিনি।

এক মাস আগে এক হাজার ৩০০ ইউক্রেনের সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি এর চেয়েও বেশি রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিলেন।

এক্ষেত্রে নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা ধরা হয়নি। তবে বিবিসি স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

বিজ্ঞাপন

মূলত হামলা শুরু হওয়ার পর থেকেই উভয় পক্ষ হতাহতের দাবি করে আসছে। এক্ষেত্রে দুই দেশের সরকারি তথ্যে প্রতিপক্ষের হতাহতের সংখ্যা অনেক বেশি দেখানো হয়েছে।

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন