বিজ্ঞাপন

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

April 20, 2022 | 1:12 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আকস্মিক দমকা হাওয়ায় উপড়ে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত রীনা আক্তার (৪০) ঝরঝরি গ্রামের মোহাম্মদ শাহআলমের ছেলে। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি সারাবাংলাকে জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি গাছ উপড়ে শাহআলমের বসতঘরের ওপর পড়ে। তার স্ত্রী রীনা আক্তার তখন ঘরের ভেতরে ছিলেন। গাছ চাপা পড়ে তিনি ‍গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমা জামান সারাবাংলাকে বলেন, ‘রীনা আক্তারের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই উনার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়।

চট্টগ্রামের আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কালবৈশাখী প্রায় একঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন