বিজ্ঞাপন

লিভারপুলের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

April 17, 2018 | 12:56 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল। ক্রোয়েশিয়ানদের বিপক্ষে নেইমার-জেসুস-কুতিনহোরা খেলবে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল লিভারপুলের মাঠে। আগামী ৩ জুন অ্যানফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া।

গত মাসেই ‘ব্রাজিল গ্লোবাল ট্যুর’-এর অংশ হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সূচি নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এবার ভেন্যুও নিশ্চিত করেছে তারা। ১৪ মে দল ঘোষণা করার কথা ব্রাজিল কোচ তিতের।

রাশিয়ার বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ৩ জুনের ওই ম্যাচের পর ভিয়েনার আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে ১০ জুন ব্রাজিল মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

বিজ্ঞাপন

এর আগে তিনবার অ্যানফিল্ডে খেলেছে ব্রাজিল। ১৯৬৬ সালের বিশ্বকাপে দুবার ও ১৯৯৫ সালে জাপানের বিপক্ষে একবার লিভারপুলের মাঠে খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে ঘরের মাঠ পাবেন লিভারপুলের ব্রাজিল তারকা রবার্তো ফিরমিনো। তবে, এবারই প্রথম ক্রোয়েশিয়া সেখানে খেলতে যাচ্ছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন